আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাঁদপুর গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ (৫১) ও নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আলিম চৌধুরীর ছেলে আশরাফুল ইসলাম (৩২)।
ওসি আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশের একটি টিম মহিলা কলেজ এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে ২২ কেজি গাঁজা নিয়ে পালানোর সময় আবদুল হামিদ ও আশরাফুল ইসলামকে আটক করা হয়। সেই সঙ্গে গাঁজা বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা কেনাবেচার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :