কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নি*হত, আ*হত ৮, অ*স্ত্র ও গু*লিসহ আ*টক ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন /
কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নি*হত, আ*হত ৮, অ*স্ত্র ও গু*লিসহ আ*টক ২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাসিম মোল্যা (৩৮) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মা*রা গেছে। ওই সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ৮ জন আ*হত হয়েছে।শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিলিমপুর গ্রামের মৃ*ত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা (৪৪) ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ (৫৫) কে একটি শর্ট গান এবং ১৮ রাউন্ড গু*লি এবং ২ রাউন্ড এফসিসি সহ আটক করেছে।

জানা গেছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা গ্রুপ ও জনি মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৪ মার্চ) বিকালে জনি মোল্যা স্থানীয় বাজার গাজীরহাট এলাকা থেকে ঠান্ডু মোল্যাকে অপমান করে বের করে দেয়।

এ নিয়ে শনিবার সকালে ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন জনি মোল্যার বাড়িতে গিয়ে তাদের লোকজনের উপর হামলা চালায়। এতে হাসিম মোল্যা (৩৮), আব্দুল কাদের মোল্লা (৬০), আশিক (২০) ও পনি (৩০) ও জনি মোল্যাসহ বেশ কয়েকজন আহত হয়।

এছাড়া খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গেলে দুই পুলিশ সদস্য সজল ও চন্দন আহত হয়। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।গুরুতর আহত জনি মোল্লা ও হাসিম মোল্যাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা মারা যায়।

নি*হত হাসিম মোল্যা এলাকার ঠান্ডু মোল্যা পক্ষের লোক। নিহতের খবরে ছড়িয়ে পড়লে এলাকায় আবারো উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জনি মোল্যা পক্ষের দুইজন অস্ত্র ও গুলি সহ আটক করে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অ*স্ত্র উদ্ধার ও নি*হতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।