সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শনিবার রাতে পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসা সংলগ্ন রাওদাতুল আতফাল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে দুই শিশুকে বলৎকারের অভিযোগ করা হয়। রাতেই যৌথ বাহিনী মাদ্রাসার শিক্ষক বজলুর রহমানকে গ্রে*ফতার করে।
এ ঘটনায় আজ রোববার এক শিশুর মা বাদী হয়ে ধ*র্ষণের অভিযোগে শিক্ষক বজলুর রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। আজ সকালে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার, পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চকপাড়া গ্রামের এক শিশু (১৩) গত এক বছর আগে পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসা সংলগ্ন রাওদাতুল আতফাল হেফজ মাদ্রাসায় আবাসিক বিভাগে ভর্তি হয়। এরপর থেকে ওই শিশুর সঙ্গে প্রায়ই শিক্ষক বজলুর রহমান যৌন উত্তেজনা করে আসতো। গত তিন চারদিন আগে ওই শিশু মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে। গত শুক্রবার ওই শিশুর মা শিশুকে জিজ্ঞাসা করে তুমি মাদ্রাসায় কেন যাবানা। শিশু বলে আমি ওই মাদ্রাসায় আর পড়বো না।
শিশু বলে, মাদ্রাসার শিক্ষক বজলুর রহমান আমার সঙ্গে প্রায়ই রাতে খারাপ কাজ করে। আরেক শিশু শিক্ষার্থী (১৩) তার সঙ্গেও ঐ শিক্ষক গত তিন মাস ধরে বলাৎকার করে আসছিল।বিষয়টি গত শনিবার রাতে জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী শনিবার রাত দশটায় মাদ্রাসা ঘেরাও করে। পরে স্লোগান দিতে থাকে শিক্ষকের বিরুদ্ধে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় সরিষাবাড়ী থানা পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় আজ রোববার সকালে ওই শিশুর মা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে শিক্ষক বজলুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।
আজ রোববার সকালে মামলার আসামি বজলুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ঐ শিক্ষকের শাস্তির দাবিতে বৈষম ্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ির উদ্যোগে আজ রোববার দুপুরে পৌরসভার মন্ডল মোড় এলাকায় মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে বক্তব্য দেন বৈষম ্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, সরিষাবাড়ী শাখার সদস্য সচিব সাবের হোসেন বিপুল, এজাজ আহমেদ, রিফাত, তাসিন ,সৌরভ প্রমুখ।
ধর্ষনের শিকার ওই শিশুর মা জানান, আমার অবুঝ শিশুটার সঙ্গে শিক্ষক দীর্ঘদিন ধরে খারাপ কাজ করে আসছিল। আমি ওই শিক্ষকের উপযুক্ত বিচার চাই।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, ধর্ষনের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শিক্ষক বজলুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :