সুনামগঞ্জের জগন্নাথপুরে জামাতে ইসলামীর উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ২:৩৯ অপরাহ্ন /
সুনামগঞ্জের জগন্নাথপুরে জামাতে ইসলামীর উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ (মার্চ) শনিবার পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকার আলী কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইনের সঞ্চালনায় ইফতারপূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে,

জমিয়ত নেতা মাওলানা জয়নাল আবেদীন,খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমূখ।এতে দোয়া পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা দরছ উল্লাহ।এ-সময় জমিয়ত নেতা মাওলানা মতিউর রহমান, জামায়াত নেতা আবু তাইদ, প্রবাসী নেতা আবুল হোসেন,কবির উদ্দিন,দেলোয়ার হোসেন,জামাল উদ্দিন বেলাল,ওয়ালি উল্লাহ,রিয়াজ উদ্দিন রাজু সহ জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হলে ইনসাব ভিত্তিক দেশ হবে।দেশে কোন ঘুষ দুর্নীতি থাকবে না।দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে জামায়াতের সকল কর্মীদের নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।