নওগাঁর সাপাহারে নতুন ইউএনও-এর যোগদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন /
নওগাঁর সাপাহারে নতুন ইউএনও-এর যোগদান

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সেলিম আহমেদ যোগদান করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নতুন কর্মস্থলে তিনি যোগদান করেন। গতকাল ১২ জানুয়ারী (রবিবার) বিকেলে ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত এর কাছ থেকে দ্বায়িত্বভার গ্রহন করেন।

ইউএনও সেলিম আহমেদ ৩৬ তম বিসিএস কর্মকর্তা। এর আগে তিনি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ইউএনও হিসেবে কর্মস্থলে যোগদানের পর তাকে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সাপাহার উপজেলার সকল মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া তিনি দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।