মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও বিডিআর বিদ্রোহের পুনরায় তদন্তের দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুতো বিডিআর সদস্যরা।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও পরিবার ২০০৯-এর ব্যানারে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের সঙ্গে তাদের পরিবার ও সন্তানেরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা অভিযোগ করেন ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদেরকে হত্যা করে। হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘাঢ়ে দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে চাকরি চ্যুতসহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করে।এতে অনেক বিডিআর সদস্য নিহত হন।
তারা আরো বলেন, ১৫ বছর ধরে বিডিআর সদস্যরা চাকরিতে না থাকলেও তারা কোন রাষ্ট্র বিরোধী বা উগ্র সংগঠনের সাথে জড়িত হননি। মিথ্যা ও ভিত্তিহীন তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্তের নাটক করে তাদেরকে চাকরি চ্যুত করা হয়। এ সময় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন কে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনরায় তদন্তসহ চাকরি চ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুন:বহালের দাবি জানান।
আপনার মতামত লিখুন :