ফজলুল করিম সিয়াম,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি প্রক্রিয়ার ভুলে বাদ পড়া তিন শিক্ষার্থীর ভর্তি পুনর্বহাল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিজেদের অসাবধানতার কারণে রেজিস্ট্রার অফিসে কাগজপত্র জমা না দেওয়ার ফলে তাদের ভর্তি বাতিল হয়।
তবে মানবিক দিক বিবেচনায় তাদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন মোছা. শিলা আক্তার শম্পা, রুবায়েত শারমিন আফিফা । এবং নওশীন তাসনিম শশী। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা বাকৃবিতে ভর্তির সুযোগ পান। তবে রেজিস্ট্রার অফিসে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করায় ওয়েবসাইটে তাদের নাম পরিবর্তন না হওয়ায় ভর্তি বাতিল হয়।
মোছা. শিলা আক্তার শম্পা জানান, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর ভেবেছিলেন তার সব কাজ শেষ হয়েছে। পরে হেল্পলাইনে যোগাযোগ করলে জানতে পারেন তার ভর্তি বাতিল ।
হয়ে গেছে। এরপর বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন।সোমবার (৬ জানুয়ারি) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীদের মানবিক বিবেচনায় ভর্তি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “তারা মেধাতালিকায় চান্স পেয়েছিল এবং ৭৫ শতাংশ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছিল। সামান্য ভুলের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে, এ বিবেচনায় আমরা তাদের ভর্তি ও ক্লাসের অনুমতি দিয়েছি।”
বিষয়টি সমাধানে সিভাসু ভিসির সঙ্গে যোগাযোগ এবং বিশেষ মিটিং আয়োজন করা হয় এসময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, “তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন সেকেন্ড টাইমার এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিল করে এসেছে। তাদের ক্যারিয়ার রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।”
আপনার মতামত লিখুন :