মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতরবিবার (২৯ ডিসেম্বর) বিকালে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, উপজেলার ঐতিহ্যবাহী সাতকাছিমিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পুরস্কার প্রাপ্ত মিশরের আল আজ্হার বিশ্ববিদ্যালয়ের স্কলার আলহাজ্ব শায়েখ ক্বারী ইদি সাবান আবুজার গিফারি।
মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসার শিক্ষক হাফেজ নিয়াজ হাসান ফুয়াদ এর সঞ্চালনায় ক্বেরাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কারী আব্বাস আল আজহার ,হাফেজ ক্বারী নেসার উদ্দিন সহ আরো অনেকে।
প্রধান অতিথির মনোমুগ্ধকর ক্বিরাত পরিবেশনে উপস্থিত শ্রোতাদের হৃদয় নাড়া দেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :