মোঃ নাসিরউদ্দিন রাজশাহী বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (২৭) নামের ১জন পুলিশের কনস্টেবল নি-হত হয়েছেন।
গত ৫ ই ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে সময় গোদাগাড়ী উপজেলার রিশিকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নি-হত ঐ পুলিশ কনস্টেবল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মতিউর রহমান এর ছেলে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
গত ৫ ই ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাগঞ্জের নাচোলে যাওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ীর রিশিকুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন।
এ সময় দ্রুত উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের শেষে মর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :