জিম্মি ছাড়াতে হামাসকে নতুন শর্ত দিল ইসরাইল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৪, ৮:৪৫ পূর্বাহ্ন /
জিম্মি ছাড়াতে হামাসকে নতুন শর্ত দিল ইসরাইল

অনলাইন ডেস্ক : গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তাকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরাইল। এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফরসঙ্গী হিসেবে কাউকে নিতে চান, তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরাইল।

শর্ত হলো— এখনো হামাসের কব্জায় যত ইসরাইলি জিম্মি রয়েছেন, তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্শ।

সাক্ষাৎকারে গ্যাল হির্শ বলেন, আমরা (হামাসের কব্জায় থাকা) আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয়, তাতে আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফরসঙ্গী করতে চান, সেক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত।

হির্শ আরও জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরইলের সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে হামাস এবং ইসরাইলের মধ্যে মধ্যস্থতাকারী কূটনীতিকদের একজন সিএনএনকে জানিয়েছেন, হামাস ইসরাইলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ার এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন, অন্য কোনো দেশ অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের হামলায় যাদেরকে জিম্মি হিসেবে ধরে এনেছিল হামাস যোদ্ধারা, তাদের মধ্যে এখনো অন্তত ১০১ জন জিম্মি তাদের কব্জায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন