সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনার জেলার বারহাট্টা উপজেলায় সর্বজনীন কালীমন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত দুইটা থেকে গতকাল মঙ্গলবার ভোরের মধ্যে সাহতা ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে গ্রামের এক ব্যক্তি মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙা দেখেন।
পরে তিনি মন্দিরের সভাপতি কাজল সরকারকে বিষয়টি জানান। কাজল সরকার সাপায়েতসহ কয়েকজনকে নিয়ে দেখতে পান মন্দিরে থাকা মহাদেবের মূর্তি, কালীর মূর্তি, রাধাকৃষ্ণসহ চারটি মূর্তির মাথা, হাত-পাসহ বিভিন্ন অংশ ভাঙা।
ঘটনার খবর পেয়ে গতকাল দুপুরে বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দত্তগ্রাম সর্বজনীন মন্দির কমিটির সভাপতি কাজল সরকার বলেন, ‘আমরা চাই এ ঘটনায় সত্যিকারের দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনা হোক।
বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা চারটি মূর্তির বিভিন্ন অংশ ভেঙেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে অবশ্যই ধরা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :