নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় পূর্বধলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে পাচারকালে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম রোববার সন্ধ্যায় জানায়, ভারতীয় চোরাচালানকৃত চিনি বালির নিচে লুকিয়ে ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিকালে দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় অভিযান চালিয়ে ।
হলুদ রঙের একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করে বালুর নীচ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং চিনি পাচারের সাথে জড়িত থাকায় দুই চোরাকারবারিকে আটক করে।আটককৃত চোরাকারবারিরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের পুত্র রনজিৎ ঘোষ (৫২)।
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পোদ্দার বাড়ি গ্রামের মো. আব্দুল গফুরের পুত্র গোলাম মোস্তফা (৩১)।আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :