হলে উচ্চমূল্যে খাবার পরিবেশন, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে হেনস্থা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন /
হলে উচ্চমূল্যে খাবার পরিবেশন, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে হেনস্থা

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের ক্যান্টিনে ভাতের সাথে ডাল পরিবেশনে উচ্চ মূল্য নির্ধারণ করার অভিযোগ উঠেছে।এ বিষয়ে খোঁজ নিতে গেলে সাংবাদিকের সাথে উচ্চ বাক্য ব্যবহার করেন ক্যান্টিন মালিক।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় ভাতের সাথে এক বাটি ডাল ৫০ টাকায় বিক্রি করছেন ক্যান্টিন মালিক ইয়াসিন মিয়া। শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের নজরদারি না থাকায় পানি সদৃশ্য এই ডালের বাজার মূল্য পাঁচ টাকা না থাকলেও তিনি সবসময় অধিক মূল্যে খাবার বিক্রি করেন।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজেদুল করিম বলেন,আমাদের খাবার খাওয়ার জন্য হল ক্যান্টিন কাছে হওয়ার এই জায়গায় আমরা খেতে যাই অথচ এই জায়গায় যে মূল্য খাবার বিক্রি হয় তা বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে হয় কিনা আমার জানা নাই।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, মনে হয় যেন সোনায় মোড়ানো পাত্রে ডাল পরিবেশন করেন তিনি। শুধু ডাল নয় সকল জিনিসেরই উচ্চ মূল্য নির্ধারণ করেন তিনি।আর আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরুপায়।

ক্যান্টিন পরিচালক ইয়াসিন মিয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করেন এবং বলেন, ডালের সাথে গিলা কলিজা দেওয়া হয়েছে তাই পঞ্চাশ টাকায় বিক্রি করছি।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিম হোসেন বলেন,ক্যান্টিনের পরিবেশ যেমন ভয়াবহ ঠিক তেমনি খাবারে পোকামাকড় পাওয়া যেন নিত্যদিনের ঘটনা।

এ বিষয়ে সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের সহকারি প্রভোস্ট নাজমুস সাকিব খান বলেন, ডাল অধিক মূল্যে পরিবেশন করা খুবই দুঃখজনক। এছাড়া উচ্চ মূল্যে খাবার পরিবশনের প্রমাণ পাওয়া গেলে আমরা এ বিষয়ে অতিদ্রুত ব্যবস্থা নিবো।