রান্নায় ব্যস্ত মা, পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশু একই গ্রামের মো. সুমনের ছেলে মো. শাহাদাত হোসেন (২)।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শাহাদাতের মা নাজমা বেগম রান্নায় ব্যস্ত ছিল। এ সময় শাহাদাত সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে শিশুর চাচা বাজার থেকে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শাহাদাতকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাহাবুবুর রহমান জানান, শনিবার দুপুরে এ ঘটনার খবর পেয়েছি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »