ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর, সম্পাদক তছলিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৯:২০ অপরাহ্ন /
ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর, সম্পাদক তছলিম

বাংলাদেশের সব বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নির্বাচন হয়।

নির্বাচনের পর ২১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা কারবে।

১২টি পদের মধ্যে তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির হেড অব মার্কেটিং মো. আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের হেড অব মার্কেটিং তছলিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।

ইমার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবাব কারিম।

এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে মোহনা টেলিভিশনের মো. ইলিয়াস হোসেন ও একাত্তর টিভির আহমেদ মোহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে এসএ টিভির জহিরুল ইসলাম,আনন্দ টিভির এস বি বুলবুল ও গানবাংলার সৈয়দ নাবিল আশরাফ বিপুল ভোটে জয় লাভ করেন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের মো. ফেরদৌস নাঈম পরাগ বিপুল ভোটে জয়লাভ করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মো. আবদুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সরকার হানিফ রাফি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নাদিয়া ডোরা মহিলাবিষয়ক সম্পাদক, গ্রিন টিভির দীন ইসলাম তপু ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক।

আইনবিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের লেমন আওয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের আমিনুল ইসলাম।

ইমার কার্যকরী সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রিন টিভির রাকিবুল হাসান, মাছরাঙা টিভির মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, নেক্সাস টিভির মো. মতিয়ার রহমান, গাজী টিভির মো. আমিনুর রহমান, এন টিভির মো. মহিউদ্দিন সিকদার, একাত্তর টিভির মো. সোহাগ হোসেন ও দুরন্ত টিভির আশিকুর রহমান অভি।