বাগেরহাটে থ্যালাসিমিয়া রোগীদের স্বেচ্ছায় রক্তদান ও কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন /
বাগেরহাটে থ্যালাসিমিয়া রোগীদের স্বেচ্ছায় রক্তদান ও কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ ও প্রদান করা হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপি জেলা পরিষদ অডিটোরিয়ামে গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভ ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে এই রক্তদান ও সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে জেলার ৪১ রক্ত দাতা সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। কোন প্রকার হয়রানি ও টাকা পয়সা ছাড়া রক্ত পেয়ে ‍খুশি থ্যালাসেমিয়া রোগী ও তাদের স্বজনরা।

থ্যালাসেমিয়া রোগী ৯ বছল বয়সী সীমার মা লাবনি বেগম বলেন, আমার দুটি বাচ্চা থ্যালাসেমিয়া রোগী। রক্ত দিতে দিতে একটি মারা গেছে। এখন একজন আছে, তাকে প্রতিমাসে রক্ত দেওয়া লাগে। প্রতিমাসে রক্তের ব্যবস্থা করা আসলে খুবই কষ্টকর। আমাদের ডেকে স্বেচ্ছায় রক্তের ব্যবস্থা করে দিয়েছে, আমরা খুবেই আনন্দিত।

আরেক মা নাসিমা বেগম বলেন, একজন থ্যালাসেমিয়া রোগীর মা-বাবাই জানেন যে রক্ত জোগার করা কত কষ্টের। গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভ ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ও ৪১টি ব্লাড ডোনারের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজয় কৃষ্ণ শীল ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা ঃহাবিবুর রহমান, ২৫০ষয্য হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ অসিম কুমার সমাদ্দার , ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, গো ইন্ডিয়া বাংলাদেশের চেয়ারম্যান মনীষ দাশ গুপ্ত, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন মুসাফির ব্লাড ডোনারের প্রতিষ্ঠাতা মুসাফির মিজানুর রহমান, থ্যালাসিমিয়া আক্রান্ত দুই সন্তানের জননী জাগ্রত ব্যবসায়ী সংগঠনের সভাপতি সৈয়দা তৈফুন নাহার সহ আয়োজক কমিটির অনেকেই উপস্থিত ছিলেন

শরণখোলা থেকে রক্ত দিতে আসা সাব্বির হোসেন বলেন, সকালে উঠে প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে এখানে এসেছি। নিয়মিত রক্ত দিয়ে থাকি। তবে এটা একটু ব্যতিক্রম, থ্যালাসেমিয়া রোগীকে রক্ত ক্যাম্প। পরে থ্যালাসিমিয়া রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।