বাগেরহাটে পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন /
বাগেরহাটে পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার সকালে(৭ ডিসেম্বর)দি হাঙ্গার প্রজেক্ট এর কার্যালয় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি,এফজি) বাগেরহাট সদর এর আয়োজনে ও এমআইপিএস প্রকল্প দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

পিএফজি সদর কো-অডিনেটর এস কে এ হাসিবের সভাপতিত্বে ও টি এইচ পি এরিয়া কর্ডিনেটর রাজু জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনপি, পি,এফজি কমিটির এম্বাসেডর সাহিদা আক্তার ,এ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু।

বীর মুক্তিযোদ্ধা মোহাব্বাত আলী, হাজরা শহিদুল ইসলাম বাবলু , সদস্য সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, শেখ সাকির হোসেন, নারী নেত্রী নার্গিস আক্তার ইভা, শারমিন কাজল প্রমুখ।