হজ্জ ব্যবস্থাপনা ২০২৫ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন /
হজ্জ ব্যবস্থাপনা ২০২৫ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজালাল (রাসেল) : গত মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪ ইং) সন্ধ্যা ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইল, ঢাকা, বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত সচিব হজ্জ অনুবিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

তিনি বলেন, ২২ সনে হজের যে ব্যয় ছিল ২৩ সনে সৌদি সরকার ব্যয় অনেক বাড়িয়ে ফেলছে এবং তারা বেসরকারি করা শুরু করে এখন আপনারা দেখবেন সৌদি সরকার হজ না সব জায়গায় তারা পরিবর্তন আনছে।

মিনার তাবু গ্রহণ করতে হবে হজ মিশনকে তারা কোন এজেন্সিকে আলাদাভাবে বরাদ্দ দিবে না হজ মন্ত্রণালয়ের কাজ থেকে মিনারের তাবুটা এজেন্সিকে নয় বরণ হজ মিশন কে ভাড়া নিতে হবে একত্রে এবং সরকারি বেসরকারি হাজী আলাদা না সব হাজির জন্য একত্রে ভাড়া দিতে হবে।

গত বছর পর্যন্ত আমাদের হজ্জ চুক্তির পরে এক মাস পর্যন্ত সময় থাকতো কোটা স্যালেন্ডার করতে পারতাম আমরা, এই বছর নতুন পদ্ধতি করছে যে হজ চুক্তিতে যে কোটা উল্লেখ করব এটাই শেষ এটার বাইরে আমরা রাখতেও পারবোনা অতিরিক্ত পরে ফেরত দিতে পারব না।

আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে পারি না আপনারা নির্ধারণ করে দেন নেতৃত্ব নির্বাচন করে দেন আমরা তাদের সাথে কাজ করব। এ সময় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নিয়ে বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দের সবাইকে আশ্বস্ত করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ড. মোঃ মঞ্জুরুল হক, যুগ্ম – সচিব হজ আধিশাখা, মোঃ রফিকুল ইসলাম (জামাল) ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লায়ন এম.এ রসিদ শাহ সম্রাট, সাবেক মহাসচিব হাব।

এ সময় অনুষ্ঠান সভাপতিত্ব করেন, মোঃ আখতার উজ্জামান, অহবায়ক, বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ, সঞ্চালনা করেন, মোহাম্মদ আলী, সদস্য সচিব, বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ।