বায়েজিদ আহমেদ জোনায়েত : ছাত্র- জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ব্যক্তি পর্যায় থেকে আমাদের প্রত্যয় ।
ব্যক্তির নিজের রাজনৈতিক আদর্শ শুধু তার ব্যক্তি পর্যায়ে এবং তার ব্যক্তিগত রাজনীতির বিষয় , শিক্ষাপ্রতিষ্ঠান ,নিজ এলাকা ,ইউনিয়ন ,উপজেলা , জেলা ,সিটি কর্পোরেশন ,মহানগর ,বিভাগীয় পর্যায় , এবং জাতীয় পর্যায়ে কারো ওপর রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করা । মানবিক দৃষ্টিকোণ থেকে সকলকে মানুষ হিসেবে যথাযথ সম্মান প্রদর্শন করা।
যে রাজনীতি আদর্শের পরিবর্তে গোলামী শেখায়, বিকৃত মস্তিষ্কের মানুষ করে তোলো , গেস্টরুম , ম্যানার শেখার নাম দিয়ে চলে চারিত্রিক গুণাবলীর হত্যা , ভাইয়ের নামে স্লোগান দেয়া শেখায় ফলে ব্যাহত হয় ব্যক্তির সম্ভাবনাময় বিকশিত শক্তির তৈরি হয় দাসত্ববোধ, সেই রাজনীতি মেরুদন্ড সম্পন্ন কোন মানুষ কখনো করতে পারে না।
পলাশী থেকে স্বাধীনতা (১৭৫৭-১৯৭১) এর মাঝে লুকিয়ে রয়েছে ভাষা আন্দোলন,ছয় দফা,গণঅভ্যুত্থানের মতো ইতিহাস কে বদলে দেওয়ার মতো আমাদের প্রেরণা । যদিও সেই মহান অর্জন গুলোর প্রত্যয় ছিল কল্যাণময়ী রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ সাধন করে জনবান্ধব বাংলাদেশ তৈরি করা , কিন্তু তা বার -বার ব্যাহত হয়েছে আদর্শিক রাজনীতির বাইরে গিয়ে প্রতিহিংসার রাজনীতিতে গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার মধ্য দিয়ে ।
যা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জন্য রাজনীতিক অঙ্গনে দেখা দিয়েছে ক্ষমতালোভ এবং দেশ প্রেমের দায়িত্বহীন নজির , যা বাংলাদেশকে পৃথিবীর বুকে অগণতান্ত্রিক দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে বারবার উপস্থাপন করেছে ।
৩০ লক্ষ শহীদ থেকে , নুর হোসেন , আব্রাহার ফাহাদ ,আবু সাঈদ থেকে মুগ্ধ নাম না জানা অনেক শহীদ যারা বরাবরের মতোই রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে ইতিহাসের পাতায় বীর হয়ে রয়ে গেছেন বটেই ,কিন্তু আমরা আজও কি রাজনৈতিকভাবে নিরাপদ?
সময় এসেছে পরিবর্তনের ,ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত হোক দেশপ্রেমের রাজনীতির মধ্য দিয়ে ,দেশের রাজনীতিবিদরা হয়ে উঠবে জনবান্ধব ,প্রতিটি প্রাণের মূল্য হবে অমূল্য ,প্রতিহিংসার রাজনীতি পরিহার করে প্রত্যেকে হবে প্রত্যেকের সহযোগী ,যা আগামীর বাংলাদেশকে বিনির্মাণে হয়ে উঠতে পারে এক শান্তিময় পদক্ষেপ।
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে রাজনীতিকে আদর্শের জায়গায় নিয়ে আমাদের স্লোগান হোক “বদলা নেওয়া নয় , বদলে দেওয়াই আমাদের অঙ্গীকার।
আপনার মতামত লিখুন :