পটুয়াখালীতে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৮:৫৫ পূর্বাহ্ন /
পটুয়াখালীতে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান( বাচ্চু)পটুয়াখালীঃ পটুয়াখালীতে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে জাতীয়তাবাদী যুবদল,পটুয়াখালী জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান। এ সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এসএম ফয়সাল ও সাবেক সহ-বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স ইমন।প্রধান অতিথি নুরুল ইসলাম নয়ন এসময় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না। তার নির্দেশনা বাস্তবায়নে গত ৫ আগষ্ট পটুয়াখালীতে একটি পরিবারের উপর হওয়া হামলা ও লুটপাটের ঘটনায় যুবদলের ৩ জন ত্যাগী নেতাকে পর্যন্ত দল থেকে বহিস্কার করা হয়েছে। অতএব সবাই সাবধান হন, কোন অরাজকতা সৃস্টিকারী দলে থাকতে পারবেন না।

তিনি এসময় আরো বলেন, গত ১৫ বছরে নির্বাচন কমিশন ছিল কিন্তু তাদের স্বাধীন ভাবে কাজ করার অধিকার ছিলনা, ন্যায় বিচার ছিলনা, প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিলনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল জনগনের জান-মালের নিরাপত্তা ছিল না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে প্রতিটি ক্ষেত্রকে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃস্টি করতে হবে। এ মতবিনিময় সভায় এসময় জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও দপ্তর সম্পাদক এ্যাড, আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।