ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন /
ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার  টাকা জরিমানা

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি : ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফেনী শহরের ট্রাং রোডে গফুর হাজারী ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানা যায় সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওছার মিয়া ভেজাল বিরোধী অভিযান চালায় এ সময় ট্রাংক রোডে গফুর হাজারী ফার্মায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অপরাধে ভোক্তার সরকারি পরিচালক কাওছার মিয়া গফুর হাজারী ফার্মার মালিক কে ১০ হাজার টাকা জরিমানা করে এবং আগামীতে যেন মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ না করে এজন্য সতর্ক করা হয় সরকারি পরিচালক কাওছার মিয়া জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশ সহায়তা করে।