স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন কমনওয়েলথে স্বর্ণজয়ী প্রথম বাংলাদেশি শুটার আতিকুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বুধবার (১৭ জুলাই) অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি হাসপাতালে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
২০১৪ সাল থেকে ক্যান্সারের সাথে লড়াই করে যাচ্ছিলেন আতিকুর। ১৯৯০ কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী এই শুটার পরবর্তী সাফ গেমসের একাধিক স্বর্ণ জিতেছিলেন।
খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি কোচিং পেশায়ও নিজেকে নিয়োজিত রেখেছিলেন আতিকুর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশন।
আপনার মতামত লিখুন :