যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৩, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন /
যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে এ নদীটির পানি ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২৩ জুন) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন এ তথ্য জানান।

পানি কমতে শুরু করায় কাটছে সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের বন্য আতঙ্ক। তবে পানির নিচে তলিয়ে রয়েছে বাধ অভ্যন্তর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি। এ সমস্ত জমির বীজতলা, পাট, আখ, তিলসহ উঠতি ফসল নষ্ট হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকেরা।