লোহাগড়ায় গোয়াল ঘরসহ গরু-ছাগল পুড়িয়ে দিলো দূর্বৃত্তরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন /
লোহাগড়ায় গোয়াল ঘরসহ গরু-ছাগল পুড়িয়ে দিলো দূর্বৃত্তরা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ছায়মানারচর গ্রামের মো: আরিফুল শেখের গোয়াল ঘরসহ গরু-ছাগল পুড়িয়ে দিলো দূর্বৃত্তরা।

গত শুক্রবার (২১জুন) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে পূর্ব শত্রুতার জেরে আরিফুল মোল্যা ওরফে আরো মোল্যার বাড়ির গোয়াল ঘর পুড়িয়ে দিলো প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরিফুলের গোয়াল ঘর, একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে, এছাড়া একটি গাভী, গাভীর বাচ্চা ও আরেকটি ছাগলের অনেকাংশ পুড়ে গেছে। এতে পরিবারটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা আওতাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সেলিম উদ্দিন। মো: আরিফুল মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামের গোলাম নবী মোল্যার ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু গ্রুপ এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো: দাউদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের শত্রুতা চলে আসছে।
সূত্রে আরও জানা গেছে, মো: আরিফুর মোল্যা দল করেন সিকদার আব্দুল হান্নান রুনু গ্রুপের সাথে। ক্ষতিগ্রস্তদের ধারণা দাউদ গ্রুপের লোকজনই এই ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে লোহাগড়া থানা আওতাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন, ঘটনা শুনতে পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যেয়ে দেখে আরিফুল মোল্যার একটি গোয়াল ঘর সম্পন্ন পুড়ে গেছে, একটি ছাগল পুড়ে মারা গেছে, গাভীসহ বাচ্চা ও আরেকটি ছাগলের অধিকাংশ পুড়ে গেছে। রাতের বেলায় কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে তাদের চেনা যায়নি। ক্ষতিগ্রস্তরা এখনো পুলিশের কাছে কোন ধরনের অভিযোগ, এজাহার দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।