ভূমিহীনমুক্ত হলো বরিশালের গৌরনদী উপজেলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন /
ভূমিহীনমুক্ত হলো বরিশালের গৌরনদী উপজেলা

গৌরনদী প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ৩২টি ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে গৌরনদী উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়।

পরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ, গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন।

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলায় মোট ৭৭৩ টি গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হয়।