ওবায়দুল কাদেরকে পা ছুঁয়ে সালাম করলেন : একরাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন /
ওবায়দুল কাদেরকে পা ছুঁয়ে সালাম করলেন : একরাম

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পা ছুঁয়ে সালাম করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের নৌকার মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় ওবায়দুল কাদের তাকে বুকে টেনে নেন। সামাজিক মাধ্যমে সেই ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একরামুল করিম চৌধুরী নিজেই।

ঘটনার সময়ে উপস্থিত থাকা নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন জেহান জানান, ওবায়দুল কাদেরর সঙ্গে দেখা করার সময় অন্যরকম ঘটনার অবতারণা ঘটে। একরামুল করিম চৌধুরী প্রথমে ওবায়দুল কাদেরের পা ছুঁয়ে সালাম করেন। তারপর একরাম চৌধুরীকে বুকে টেনে নেন ওবায়দুল কাদের ও বিভিন্ন পরামর্শ দেন। শেষে আমিসহ একটি নৌকা উপহার দিই সাধারণ সম্পাদককে। তিনি খুশি হয়ে তা গ্রহণ করেন।