চুপিসারে বিয়ে করলেন লিজা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন /
চুপিসারে বিয়ে করলেন লিজা

বিনোদন ডেস্ক : চুপিসারেই বিয়ের কাজ সম্পন্ন করলেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি লিজা।

বিয়ের বিষয়ে কিছু না বললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। শুধু তাই না, লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও সবুজ খন্দকারের সঙ্গে। এছাড়াও ফেসবুকে লিজার প্রকাশিত অনেক ছবিতে পাওয়া গেছে সবুজ খন্দকারকে। যেখানে আছে লিজার পরিবারের লোকজনও।

প্রসঙ্গত, ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ লাভলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আকদ হয় বলে কথা রটে। সেসময় লিজা জানান, তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা হয়নি। আর ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে।