শাকিবের ‘প্রিয়তমা’ দেখলেন রাষ্ট্রপতি

নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত প্রিয়তমা সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

ওই সময়ের একটি ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন শাকিব। সেখানে দেখা যায়, শাকিবকে জড়িয়ে ধরেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির স্ত্রীর সঙ্গেও কুশল বিনিময় হয় কিং খানের।

ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্যার আজ রাতে প্রিয়তমা দেখেছেন। তিনি আমার এবং পুরো টিমের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।’

সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »