স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতেই পঞ্চাশ রান ছাড়িয়ে গেছে টাইগাররা। তবে আইরিশ পেসারদের বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস সাজঘরে ফিরে গেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে। নাজমুল হোসেন শান্ত ১৩ ও সাকিব আল হাসান ৬ রানে ব্যাট করছেন।
শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে টাইগাররা প্রথমে ব্যাটিং নামে।
তবে ইনিংসের তৃতীয় ওভারে মার্ক এডেয়ারের বলে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম। ৯ বলে ৩ রান করে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক। এরপর লিটন-শান্ত জুটি গড়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৩৪ রানের জুটি ভেঙে যায় লিটনের ৩১ বলে ২৬ রানে বিদায়ে।
দশম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে দলীয় ৪৯ রানে কাভারে স্টার্লিংকে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস। উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন সাকিব আল হাসান।