সরিষাবাড়ীতে গমের নতুন জাতের মাঠ দিবস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন /
সরিষাবাড়ীতে গমের নতুন জাতের মাঠ দিবস

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: মালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে বারইপটল এলাকায় গমের উন্নত জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট জামালপুর কেন্দ্রের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উন্নত জাতের গম (বারি-৩০,৩২ ও ৩৩) আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। গমের উন্নত জাতের মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট জামালপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ আসাদুজ্জামান ‌।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড,সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুরের অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভীন, আল আমিন,গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা আকাশ আহমেদ খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খামার তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, উন্নত গম আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে গমের মা দিবস করা হয়েছে