‘তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ে তোলা হবে’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন /
‘তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ে তোলা হবে’

ধামরাই (ঢাকা) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, মানবিক দেশ গড়তে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন। আর এই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

শুক্রবার (১৪ মার্চ) ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

সুয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে স্বৈচারমুক্ত হয়েছে বাংলাদেশে। তার নেতৃত্বেই দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা হবে। সেই লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সাধারণ মানুষকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। সেই লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। সেই রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

এই বিষয় অনুধাবন করে সামনের পথ চলতে হবে।

মুরাদ বলেন, ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। সামনেও আমাদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হতে হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃক্ষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খান। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আনোয়ায় হোসেন, মোহাম্মদ সামসুল, মোহাম্মদ সফি, মাহাবুবুর রহমান সুরুজ, ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম মনির, সাইদুর রহমান, এস এম জামান, আবুল হোসেন, ‍এরশাদ হোসেন, শোয়েব হোসেন, মেহেদি হাসান, বাশার সিদ্দিকী প্রমুখ।