মিরসরাইয়ে ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে সাজেদিয়া মাদরাসায় প্রবিত্র আল-কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন /
মিরসরাইয়ে  ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে সাজেদিয়া  মাদরাসায় প্রবিত্র আল-কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে

নুরহোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে সাজেদিয়া মাদ্রাসায় প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রীকে প্রবিত্র আল-কুরআন বিতরণ করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার সকল দায়িত্বশীল বৃন্দ, সভাপতি:- আবদুল্লাহ আল মামুন

সহ :- ইসমাইল হোসেন
সহ :- আব্দুল্লাহ আল মামুন
সাধারণ সম্পাদক:- জহির উদ্দিন
সহ-সাধারণ সম্পাদক:- মোস্তফা সরওয়ার শামীম
সাংগঠনিক সম্পাদক:- মাওলানা নাঈমুল হুদা
অর্থ সম্পাদক:-মেজবাহ উদ্দিন (হৃদয়)
পরিবেশ সম্পাদক:-জাহিদুল ইসলাম/আশরাফুল ইসলাম (রাজিব)
দপ্তর সম্পাদক:-আবদুল কাইয়ুম/তারিফ ইসলাম,

উপদেষ্টা মো :- আব্দুল হাই, নুরুল হুদা, আওয়ালাদ হোসেন, মো ওসমান গনি

সভাপতির বক্তব্য বলেন সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে,এবং ইসলামিক সমাজকল্যাণ যুব সংস্থার সাংগঠনিক সম্পাদক মাওলানা নাইমুল হুদা

বলেন মাদকমুক্ত একটা এলাকা গঠন করার উদ্দেশ্যে তারা কাজ করে যাচ্ছেন, ইসলামিক সমাজ কল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠাতা:-মাওলানা মুফতি আতাউললা,,
মোহতামিম সাজেদিয়া মাদরাসা,