আগুন ছাড়িয়েছে ১৩ হাজার একর এলাকায়, ধ্বংস ৫ হাজার অবকাঠামো


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন /
আগুন ছাড়িয়েছে ১৩ হাজার একর এলাকায়, ধ্বংস ৫ হাজার অবকাঠামো

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ডগতিতে বয়ে চলা ঝড়। ঝড়ো বাতাসে হুহু করে ছড়িয়ে পড়ছে আগুন। এখন পর্যন্ত ১৩ হাজার ৬০৯ একরেরও বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে প্রায় ৫ হাজার অবকাঠামো। আর ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানা যায়।

তিনি আরও বলেন, আগুন নেভানোর সময় বেশ কয়েকজন অগ্নিনির্বাপককর্মী আহত হয়েছেন।

আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।