মেক্সিকোর বারে হামলায় নিহত ৫, আহত ৭


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন /
মেক্সিকোর বারে হামলায় নিহত ৫, আহত ৭

লাইফস্টাইল ডেস্ক : মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা দপ্তর এক বিবৃতিতে হতাহতদের সংখ্যা উল্লেখ করে আরও জানায়, তাদের শনাক্ত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে বিবৃতিতে বলা হয়, ‘পাঁচজন তাদের জীবন হারিয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ সমন্বিত টহল মোতায়েন করেছে।’

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।

তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলাএরমোসার একটি বারে বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন।

এর আগে দুই সপ্তাহ আগে কেরেতারো শহরের একটি বারে হামলায় ১০ জন নিহত হন। এই শহরটি এতদিন সংঘবদ্ধ অপরাধের সহিংসতা থেকে তুলনামূলক মুক্ত ছিল। একই সপ্তাহে মেক্সিকো সিটির এক শহরতলির একটি বারে বন্দুক হামলায় আরও ছয়জন নিহত হন।
২০০৬ সালে মাদক পাচার রোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় চার লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিষয়টি জানা গেছে সরকারি পরিসংখ্যান থেকে।