নেপোটিজমের জন্য ইন্ডাস্ট্রি ‘ততটা দায়ী নয়’: কৃতি শ্যানন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন /
নেপোটিজমের জন্য ইন্ডাস্ট্রি ‘ততটা দায়ী নয়’: কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক : হিরোপান্তির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতি শ্যাননের। ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

কৃতি শ্যানন এমন একজন অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের শর্তে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। অভিনেতা হিরোপান্তিতে টাইগার শ্রফের বিপরীতেঅভিনয় করে, বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন।

বলিউডের অন্যতম আলোচিত বিষয় স্বজনপ্রীতি। যা নিয়ে মাঝেমধ্যেই বলিপাড়ায় বেশ শোরগোল শোনা যায়। এবার এই আলোচিত বিষয় নিয়ে মুখ খুললেন ‘দো পাত্তি’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। এই অভিনেত্রী জানান, বলিউডে সফল হওয়ার জন্য প্রতিভাই গুরুত্বপূর্ণ।

গোয়ায় চলমান ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি মাস্টারক্লাসে অংশ নিয়েছিলেন অভিনেত্রী, যেখানে তিনি ‘স্বজনপোষণ’ নিয়ে কথা বলেছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছে যে, স্বজনপোষণের জন্য ইন্ডাস্ট্রি ‘ততটা দায়ী নয়’, বরং এটি এমন একটা সার্কেল যাতে যুক্ত আছে মিডিয়া এবং দর্শকরাও।