এলজিইডি ভবনে দুর্বৃত্তদের হামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন /
এলজিইডি ভবনে দুর্বৃত্তদের হামলা

আজকালের কন্ঠ ডেস্ক : গত ২০ নভেম্বর রাজধানীর আগারগাঁওস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে প্রকৌশলীদের মারপিটসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ নিয়ে প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মারাত্মকভাবে ক্ষোভ বিরাজ করছে।

প্রকৌশলীদের মারধর করার অভিযোগে ডিএমপির শেরেবাংলা নগর থানায় এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মাহবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ-২০/১১/২০২৪ইং, ধারা ১২০(খ)/১৪৩/৪৪৮/৩৫৩/৩২৩/৫০৬/৩৪ দণ্ডবিধি।

মামলা সূত্র জানা গেছে, এলজিইডির বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মচারিদের মিথ্যা আশ্বাস দিয়ে একটি গোষ্ঠি দীর্ঘ ২ মাস ধরে এলজিইডির প্রধান কার্যালয়ের মূল ফটকে জড়ো করে অবস্থান কর্মসূচির নামে নানা ধরনের উস্কানিমূলক শ্লোগান দিয়ে আসছিল। তাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের নামে মিথ্যা প্রলোভন দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়েও নেয় ঐ চক্রটি। তারা এলজিইডি ভবনে ত্রাসের রাজত্ব কায়েম করে।

এক পর্যায়ে এলজিইডির প্রধান কার্যালয়ে কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারিরা তাদের কাছে জিম্মী হয়ে পড়ে। তাদের উচ্ছৃঙ্খল আচরণ সীমাহীন পর্যায়ে পৌঁছে যায়। মামলার অভিযোগে জানা গেছে, ঐ চক্রটি বিধি বহির্ভূতভাবে চাকরি প্রত্যাশীগণকে একত্রিত করার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা ভঙ্গ করে অরাজক পরিস্থিতির অপচেষ্টা চালায় এলজিইডির প্রধান কার্যালয়ে।

সূত্রে জানা গেছে, উক্ত দুর্বৃত্তরা সরকারি কর্মচারি না হয়েও বিগত ২ মাস যাবত এলজিইডির সদর দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করে। তারা গত ২০ নভেম্বর আনুমানিক বেলা ১১ ঘটিকায় এলজিইডির সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহেরের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে কর্তব্যরত অবস্থায় তাকেসহ নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন খান এবং একেএম আনিসুজ্জামান ও অফিস সহায়ক রবিন আহমেদকে কর্তব্য কাজে বাধা প্রদান করে। ঐ সময় অফিসে উপস্থিত সরকারি কর্মকর্তারা উক্ত দুর্বৃত্তদের চলে যেতে বললে তারা সরকারি কাজে বাধা প্রদান করার পাশাপাশি কর্মকর্তাদের মারপিটসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ঘটনার সময় তাদেরকে নিবৃত্ত করতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানী ও ফারুক হোসেন যথেষ্ট তৎপর ছিলেন। তবুও তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে যায় এবং প্রাণনাশের হুমকিসহ ক্রমান্বয়ে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করার হুমকি প্রদান করে। উক্ত মামলার আসামীগণ হচ্ছে নুরুল ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম ফকির, জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন, মোখলেসুর রহমান, হােসেন মামুন, তরিকুল ইসলাম খান, ফাতেমা আক্তার মজুমদার, সবুজ, শাহজাহান, সেন্টু মিয়া, হানিফ, আব্দুস সাত্তার বাহার, মাইনুল, লুবনা মাসুদ খান, আব্দুল হামিদ।

এরপরও তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে’। এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ রুহুল কবির মঙ্গলবার রাতে দৈনিক পাঞ্জেরীকে বলেন, এলজিইডি ভবনে কেউ অরাজক পরিস্থিতির সৃষ্টি করলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আজম দৈনিক পাঞ্জেরীকে বলেন, ‘মামলা হয়েছে।

ইতোমধ্যে ১০ জন আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে ব্যাপক অভিযান চলছে। গ্রেফতার আতঙ্কে অনেকেই গা ঢাকা দিয়েছে। তবে এলজিইডি ভবনে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে’।