বিএনপি নেতা ডা.শাহাদাত হোসেনকে চসিক মেয়র ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৩:১১ অপরাহ্ন /
বিএনপি নেতা ডা.শাহাদাত হোসেনকে চসিক মেয়র ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন নির্বাচনী আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর)) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন। এবং আগামী ১০ দিনের মধ্যে গেজেট ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে বিএনপির পক্ষে প্রার্থী হওয়া ডা. শাহাদাত হোসেন নির্বাচন বাতিল চেয়ে করা মামলায় আদেশে আদালত এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় , ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে মেয়র ঘোষণা করা হয়। ঐ নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে তিন লাখ ভোটের ব্যবধানে ডা. শাহাদাতকে হারিয়েছেন বলে জানানো হয়েছিল।ডা. শাহাদাত হোসেন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে চেয়ে আদালতে মামলা করেন।ডা. শাহাদাতের মামলার প্রেক্ষিতে আদালত এই রায় প্রদান করেন।

গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তন হলে আওয়ামী লীগের নেতা চসিক মেয়র আড়ালে চলে গেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে চসিকের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।