স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে আজ শুটিং রেঞ্জে নামছেন বাংলাদেশি শুটার রবিউল।
রোববার (২৮ জুলাই) দুপুরে ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে রেঞ্জে নামছেন তিনি।
এ ছাড়াও ৮টি ডিসিপ্লিনে ১৩টি ইভেন্টে স্বর্ণপদকের জন্য লড়বে অ্যাথলেটরা। পদকের লড়াই শুরু হবে শুটিং দিয়ে। পুরুষ ও নারী ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালও হবে।
সাইক্লিং ও স্কেট-বোর্ডিংয়ের পদকের লড়াইও আছে। জুডোকে পুরুষ ৬৬ কেজি ও নারী ৫২ কেজির স্বর্ণপদকের লড়াই হবে।
অন্যদিকে আর্চারিতে হবে মেয়েদের দলীয় ফাইনাল। এ ছাড়াও সাঁতারে আছে পুরুষ ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি, মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই ও পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণপদকের ইভেন্ট।
আপনার মতামত লিখুন :