মদনে সুধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ১:০৩ অপরাহ্ন /
মদনে সুধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে মদন উপজেলা পাবলিক হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কমর্কর্তা মো. শাহ্ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

এ সময় প্রধান অতিথি মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচিসহ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। পরে তিনি মদন হতে ফতেপুর রাস্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বৃক্ষের চারা রোপণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম চৌধূরী আজাদ, পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাঈফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার, আওয়ামী লীগনেতা ক্যাপ্টেন (অব.) মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।