জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ২:৪২ অপরাহ্ন /
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ দুপুর ১২টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। এ বছর ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সকাল থেকে নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। হাতেগোনা কয়েকজন এসেছেন মনোনয়ন ফরম নিতে। এ ছাড়া দলটির বেশির ভাগ শীর্ষ নেতা কার্যালয়ে আসেননি। শুধু বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করা যাবে।