আজকালের কন্ঠ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন (৪৪) নামের এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল বুধবার (৮ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম তানিয়া কালাম।
দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন জেলার সিংগাইর উপজেলার পালপাড়া এলাকার হাতেম আলীর ছেলে।
নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সে উপজেলার একটি বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম নুরুল হুদা রুবেল বলেন, ২০১৪ সালের ১০ অক্টোবর দুপুরে ৩য় শ্রেণির ওই শিশুকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে স্থানীয় একটি বাজারে নিয়ে যায় আসামি দেলোয়ার হোসেন। এরপর ওই শিশুকে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে যায় দেলোয়ার হোসেন ও তার সহযোগিরা। পরে ওই শিশুর মামা বাদি হয়ে দেলোয়ার হোসেনসহ পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল কালাম আজাদ ওই বছরের ১১ নভেম্বর দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
আপনার মতামত লিখুন :