অবৈধ অবরােধের বিরুদ্ধে রাজপথে স্বেচ্ছাসেবকলীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ন /
অবৈধ অবরােধের বিরুদ্ধে রাজপথে স্বেচ্ছাসেবকলীগ

নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবকলীগ। জনগণের জানমাল রক্ষায় বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করছে স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন রাজপথ মূলত দখলে রেখেছে তারা। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে থানা, ওয়ার্ড পর্যায়েও মিছিল সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন সকালে নেতাকর্মীরা ২৩বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। পরে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে আমরা রাজপথ দখলে রাখবো। যেন তারা নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জান-মালের কোন ক্ষতি করতে না পারে ।এই যুদ্ধ আমাদের বিজয় হবে, কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন। আমরা তার নেতৃত্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব এবং সে নির্বাচনে আওয়ামী লীগ ইনশাআল্লাহ বিজয় হবে এবং সরকার গঠন করবে।

এ সময় গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন,বিএনপি-জামাত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জান-মালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

মেজবাউল হোসেন সাচ্চু আরও বলেন, বাংলাদেশের জনগণ হরতাল অবরোধের মত দিন আর দেখতে চায়না,দেশের জনগণ শান্তি চায়, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে,দেশ এখন উন্নয়নের দেশ হিসেবে পরিনতি হয়েছে, এই উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতেই বিএনপি ২০১৪ সালের মত ২০২৩ সালে এসে হরতাল অবরোধ সৃষ্টি করছে। ইতিমধ্যেই হরতাল অবরোধ সাধারণ জনগণ প্রত্যাখ্যান করছে। নিরবিচ্ছিন্নভাবে রাজধানীতে চলছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে সকল যানবাহন।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনের সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক, দেবাশীষ বিশ্বাস, মুজিবুর রহমান স্বপন, যুগ্ন সাধারন সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, দপ্তর-সম্পাদক আজিজুল হক আজিজ, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মনির হোসেন, রাহুল দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আদনান সুমন ,আরিফু রহমান আরিফ, জাতীয় পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান, শেখ সোহেল, মোঃ সানি, সেলিম মাহমুদ ,সোহেল মাহমুদ, সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অসংখ্য নেতা কর্মী।

আজকালের কন্ঠ / শিপ্রা