আজকালের কন্ঠ ডেস্ক : এক-এগারোর মতো বাংলাদেশে আরেকটা সরকার আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, সজাগ না থাকলে মহাবিপদ। গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের ডালপালা চারদিকে বেষ্টিত। এরশাদ কিংবা জিয়ার কায়দায় সরকার আনার ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার পাশাপাশি খালেদা জিয়াকে মাইনাস করতে চাওয়া ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ নিচ্ছে বিএনপি। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়।
ড. ইউনূস বাংলাদেশে উপার্জন করে আমেরিকার ডেমোক্রেটিক পার্টিকে ডোনেশন দেয় বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ড. ইউনূসকে নিয়ে বিএনপির বক্তৃতা-বিবৃতি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে যারা নগ্ন হস্তক্ষেপ করে তারাই আজকে ড. ইউনূসকে নিয়ে মাথা নাড়ছে।
জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করবে না। বিদেশে সফরে গিয়েও তিনি (শেখ হাসিনা) এগুলো বলে এসেছেন। কিন্তু বিএনপি সরকার পদত্যাগ চান, শেখ হাসিনার পদত্যাগ চান।
জয় বাংলা ঐক্য মঞ্চ আয়োজিত ‘বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ’র বিরুদ্ধে প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাবেক ছাত্রনেতা ইসমত কাদির গামা, দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুরাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।