শাহিন আফ্রিদির বিয়ের অনুষ্ঠান এশিয়া কাপের পরপরই

নিউজটি শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক : চলমান এশিয়া কাপ-২০২৩ শেষ হওয়ার পরই অনুষ্ঠিত হবে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও শাহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ের জমকালো অনুষ্ঠান।

বর্তমানে পাকিস্তান জাতীয় দলের হয়ে এশিয়া কাপ খেলছেন শাহিন শাহ আফ্রিদি। আর এটি শেষ হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ১৭ তারিখ এশিয়া কাপ শেষ হওয়ার পরই ১৯ সেপ্টেম্বর করাচির একটি পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। আর ২১ সেপ্টেম্বর ইসলামাবাদে হবে জমকালো রিসেপশন। তবে এখনো আফ্রিদি পরিবার তারিখ নিশ্চিত করেনি।

এর আগে এপ্রিলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় শাহিদ আফ্রিদি সেপ্টেম্বরে বিয়ের অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

প্রসঙ্গত, দুই বছর আগে এ দম্পতির বাগদান সম্পন্ন হয়েছিল।

শেয়ার করুন »

মন্তব্য করুন »