অনলাইন ডেস্ক : হোটেলে কক্ষের দরজা ভেঙে ভোজপুরী পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির লাশ উদ্ধার করা হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্রের একটি হোটেল থেকে তার লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
সুভাষ মুম্বাইয়ের বাসিন্দা। একটি ছবির শুটিংয়ের জন্যই সোনভদ্রে ছিলেন। তার সঙ্গে ছিলেন দলের অন্যরাও ছিলেন। সবাই মিলে হোটেল তিরুপতিতে উঠেছিলেন।
পুলিশ সুপার যশবীর সিংহ জানান, বুধবার হঠাৎ সুভাষের মৃত্যু হয়। তবে পরিচালকের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তার শ্যালক জানান, লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন সুভাষ। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।