নওগাঁয় ১৮বছর পূর্বের হত্যা মামলায় ৫জনের যাবজ্জীবন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন /
নওগাঁয় ১৮বছর পূর্বের হত্যা মামলায় ৫জনের যাবজ্জীবন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজন আসামীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়।

এই মামলায় আরো ১১ জন আসামীকে খালাস দেওয়া হয়েছে। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের এপ্রিল মাসে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আসামীরা এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যান ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৯ আসামীর মধ্যে ৫ জনকে যাবজ্জীবন দেন বিচারক। বাকি ১১ জন আসামীকে খালাস দেওয়া হয় আর তিনজন আসামী রায়ের আগেই মারা যায়।