রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পূণ্য বিতরণ শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষিত স্মার্টকার্ডের মাধ্যমে নওগাঁর রাণীনগরে টিসিবির পণ্য বিতরণ করা হয়। রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের টিসিবি কার্ড ধারীদের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে।
৯নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারী মোঃ বেলাল সরদার কে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান স্মার্ট কার্ডের মাধ্যমে পূণ্য বিতরণ করায় আমরা অত্যন্ত খুশি তাছাড়া এবারের প্যাকেজে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাউল, ২ কেজি সোয়াবিন তৈল এবং ১ কেজি চিনি রয়েছে। যার ক্রয় মূল্য ধরা হয়েছে ৫৪০ টাকা মাত্র। তিনি আরও জানান গতবার শুধুমাত্র ৫ কেজি চাউল আর ২ কেজি মসুর ডাল দিয়েছিল। এবারের প্যাকেজে ২ কেজি তৈল এবং ১ কেজি চিনি বৃদ্ধি করায় জনগণ অত্যন্ত আনন্দের সাথে পণ্য গ্রহণ করছে এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
টিসিবির স্মার্ট কার্ডের ব্যাপারে ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তা মোঃ শাহিনুর ইসলাম সাগরকে জিজ্ঞাসা করলে তিনি জানান ২ নং কাশিমপুর ইউনিয়নে টিসিবির মোট কার্ডধারীর সংখ্যা ছিল ১৩৩৫ জন এর মধ্যে ১১৫০ টি কার্ড স্মার্ট কার্ডের জন্য পুনঃ রেজিস্ট্রেশনের অনুমতি দিলেও বিভিন্ন জটিলতার কারণে বাকিগুলো বাদ পড়েছে। অনুমতিপ্রাপ্ত ১১৫০ টি কার্ডের মধ্যে এপর্যন্ত প্রায় ৮০০ টি কার্ডের স্মার্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। বাদপড়া বাকি কার্ডগুলো পরবর্তীতে অনুমোদন পাবে কিনা সে ব্যাপারে সঠিক কোন তথ্য তিনি দিতে পারেন নাই।
আপনার মতামত লিখুন :