উলিপুরে অবৈধ এফ,বি ইটভাটা বন্ধ ঘোষনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন /
উলিপুরে অবৈধ এফ,বি ইটভাটা বন্ধ ঘোষনা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এফবি ব্রিকস না‌মে এক‌টি ইট ভাটা বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।

জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় অবস্থিত এফবি ব্রিকস ইটভাটার কিলন (চু‌ল্লি) ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা চলতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।