ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন /
ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গত বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) দুপুরে ভান্ডারিয়া থানা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জানা যায়, গত ২১ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কাজকর্ম সেরে ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে, শিয়ালকাঠি ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে পৌঁছালে আবু হানিফ খলিফা সহ ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী চেয়ারম্যানের মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

হামলায় সাইমুন হোসেন ও জাহিদুল ইসলাম আহত হওয়া সহ চেয়ারম্যানের নিকট থাকা ০৩ লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ রানা নামে একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল খালেক মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য হালিমা বেগম, শাহনাজ পারভীন, লায়লা সুলতানা মুন্নি, ইমাম মাওলানা আব্দুল কাদের, মাদ্রাসা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো: মোস্তফা জমাদ্দার সহ আরো অনেকে।