এস এম তানবীর, মাদারীপুর : মাদারীপুরে সাংবাদিকের ক্যামেরা ভাঙ্গার হুমকি দিয়েছেন মিঠাপুর স্কুলের সহকারী শিক্ষক সাগর মিয়া।শনিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এর আগে রাস্তার পাশে ভেকু দিয়ে মাটি কাটছেন শিক্ষক সাগর মিয়া। এতে করে অত্র অঞ্চলের জনগনের যাতায়াতের একমাত্র সম্বল ব্যাস্ততম সড়কটি ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয়দের অভিযোগে অনুসন্ধানে গেলে দৈনিক অগ্রসর পত্রিকা জেলা প্রতিনিধি ইসমাইল খানের ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকি দেন শিক্ষক সাগর মিয়া এবং দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি এমদাদুল শেখ ও রাজধানী টিভির জেলা প্রতিনিধি সোহেল তালুকদার কে মারার জন্য তেরে আসেন তিনি।
এ-সময় ভুক্ত ভোগি সাংবাদিক ইসমাইল খান বলেন, আমরা সংবাদ পাই যে হবিগঞ্জ ব্রীজ এর আগে রাস্তার একবারে পাশে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে সড়কটি দিয়ে শিবচর -মাদারীপুর যাওয়ার অন্যতম রাস্তা এটি ভেকু দিয়ে রাস্তার পাশে মাটি কাটার ফলে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, তখন ঘটনাস্থলে পৌঁছালে ভিডিও করতে গেলে শিক্ষক সাগর মিয়া আমার ক্যামেরা ভাঙ্গার জন্য তেড়ে আসেন এবং আমার দুই সহকর্মীকে মারার জন্য হুমকি দেন। প্রশাসনের নিকট একটাই আমার দাবী আমি এর সঠিক বিচার চাই।
এ সময় সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব বলেন, সদর উপজেলার হবিগঞ্জ ব্রীজের আগে রাস্তার পাশে ভেকু দিয়ে মাটি কাটছে ও সাংবাদিকের ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দিয়েছে এমন অভিযোগ পেয়েছি। খুব দ্রুত নেওয়া হবে আইনি ব্যাবস্থা।
মাদারীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকের ক্যামেরা ভেঙ্গে ফেলার অভিযোগ শুনেছি শিক্ষকের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
আপনার মতামত লিখুন :